প্রযুক্তির সুরে সবাই একসাথে এগিয়ে চলো

ইউটিউব ভিডিও ডাউনলোড করুন মাত্র এক ক্লিকে, যারা জানেনা তাদের জন্য

No comments

আসসালামু আলাইকুম

আশাকরি সবাই ভালো আছেন।

আজ আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হয়তো অনেকেই

জানেন। কিন্তু যারা জানেনা তারা কি করবে ।

টেনশন এর কোনো কারণ নেই।

আমি আপনাদেরকে দেখাবো, কিভাবে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করবেন কোনো সফটওয়্যার ছাড়া।

এ জন্য আপনি Youtube ঢুকে যে কোনো একটি ভিডিও এর উপর ক্লিক করুন।

এবার ভিডিও টি প্লে হবে।

ভিডিও টি প্লে হবার পর address bar ক্লিক করুন।

আপনি address bar থেকে কোনো কিছু কাটবেননা ।

শুধু www. এর পরে youtube এর আগে দুইবার ss দিন।


দিলে এ রকম হবে  www.ssyoutube.com/watch?v=fgfhgfjgjhjhgj

এবার এন্টার দিন।


এন্টার দেওয়ার পরে আপনি যে পেজটি দেখতেছেন তার মধ্যে আপনি ক্রমান্নয়ে

এ রকম দেখতে পাবেন।

আপনি যে ফরমেট ডাউনলোড করতে চান সেটার উপর ক্লিক করুন ।

এবার ডাউনলোড হবে।

কার্ও বুঝতে সমস্যা হলে ভিডিও ট দেখতে পারেন।
এই রকম আরও ভিডিও পেতে চাইলে It Tips Youtube TuTorial এই Channel টি Subscribe করতে পারেন।

ইচ্ছে হলে আমার সাইট থেকেঘুরে আসতে পারেন।

No comments :

Post a Comment