প্রযুক্তির সুরে সবাই একসাথে এগিয়ে চলো

আপনার Computer keyboard এর বাটন নষ্ট, তাহলে দেখে নিন।

No comments
আসসালামু আলাইকুম, 

আশাকরি সবাই ভাল আছেন। 

COMPUTER TECH BD এর এ পর্বে আপনাদের জন্য রয়েছে , keyboard এর কয়েকটি বাটন নষ্ট হয়ে গেলে আপনি নষ্ট কি- গুলি কিভাবে use করবেন। 

change keyboard key

তো চলুন শুরু করা যাক। 

অনেক সময় keyboard এর এক বা একাধিক বাটন নষ্ট হয়ে যেতে পারে। 

তখন অনেক সমস্যায় পড়তে হয়। 

যেমন, কারও ই-মেইল ঠিকানায় বা password এ যদি a থাকে, আর keyboard এর a বাটন যদি নষ্ট হয় তাহলে a লেখা যায়না। 

তখন অনেক সমস্যা হয়। 

এর একটা সমাধান হলো, কোথাও a লেখা থাকলে সেখান থেকে a কপি করে এখানে পেস্ট করতে পারেন বা অন স্ক্রিন keyboard খুলে কাজ করতে পারবেন। 

কিন্তু এতে অনেক সময় ব্যায় হয়। অনেকেই এতে বিরক্ত হন। 

কিন্তু ছোট একটি সফটওয়্যার ব্যাবহার করে আপনি এই সমস্যা থেকে মক্তি পেতে পারেন। 

এই সফটওয়্যার টি ইন্সটল করে keyboard এর বাটন গুলি change করে ফেলতে পারবেন। 

যেমন, আপনার keyboard এর a নষ্ট। আপনি ইচ্ছে করলে keyboard এর অন্য একটি বাটনকে(যেটি সবসময় কাজে লাগেনা বা যে বাটন keyboard এ একাধিক আছে) a বাটনে রুপান্তর করতে পারেন। 

সফটওয়্যারটির সাইজ মাত্র ২৩ kb. সফটওয়্যারটি ইন্সটল করে from key তে কোনো কি চেপে (যে কি- টি ভালো আছে) এবং To key তে নষ্ট কি টি (নষ্ট কি যদি a হয় তাহলে a) চেপে ok করুন। 

তাহলে অন্য কি টি a কি তে রুপান্তরিত হবে। 

ওই কি টি চাপ দিলে a লিখা যাবে। 

সফটওয়্যারটি Download লিংক 

DOWNLOAD HEAR

প্রথমে প্রকাশিত এখানে। 

ইচ্ছে হলে আমার Site থেকে ঘুরে আসতে পারেন।

No comments :

Post a Comment