প্রযুক্তির সুরে সবাই একসাথে এগিয়ে চলো

কিভাবে আপনার E-mail এর Password কেউ জেনে গেলে , তাকে খুজে বের করবেন ।

No comments
আসসালামু আলাইকুম ।

আশাকরি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

Computer Tech BD এর এ পর্বে আপনাদের জন্য রয়েছে , কিভাবে আপনার E-mail এর Password কেউ জেনে গেলে , তাকে খুজে বের করবেন ।
Password Hack

তো চলুন শুরু করা যাক।


আপনার mail এর  Password কেউ হয়তো জেনে গেছে। এবং সে মাঝেমধ্যে আপনার mail ঠিকানায় প্রবেশ করে। অথবা আপনার mail টিকানাটি হ্যাকিং হয়ে গিয়েছিল , কোনোভাবে

হয়তো পুন্রায় উদ্ধার করতে পেরেছেন। এখন কিভাবে জানবেন কে আপনার mail ঠিকানায় প্রবেশ করেছিল অর্থাৎ কোন আইপি ঠিকানা থেকে আপনার mail ঠিকানায় প্রবেশ কর হয়েছিল ?

Gmail এর ক্ষেত্রেঃ  প্রথমে Gmail ঠিকানায় লগইন করে সবার নিচে Last account activity এর ডান পাশে Details-এ ক্লিক করুন।

নতুন একটি পেইজ আসবে।


সেখানে আপনার কম্পিউটারের বর্তমান আইপি ঠিকানা এবং গত ১০ বার কখন , কত তারিখ , কোন আইপি ঠিকানা (দেশের নামসহ) থেকে আপনার Gmail এ প্রবেশ করা হয়েছে , সবগুলোর তাল্লিকা আসবে ।

আপনি যদি সব সময় একই কম্পিউটার থেকে লগইন করে থাকেন এবং একই কোম্পানির ইন্টারনেট ব্যাবহার করে থাকেন , তাহলে আইপি ঠিকানার চারটি অংশের মধ্যে প্রথম দুটি অংশের ঠিকানা একই থাকবে।




(কিভাবে আপনার E-mail এর Password কেউ জেনে গেলে , তাকে খুজে বের করবেন ।)

তখন যদি দেখেন ভিন্ন কোনো আইপি থেকে বা ভিন্ন কোনো সময়ে আপনার mail এ প্রবেশ করা হয়েছিল এবং ওই আইপি ঠিকানা সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান তাহলে আইপি ঠিকানাটি কপি করে

Click Here To Go Link

উপরের লিংকে গিয়ে টেক্সটবক্সে পেস্ট করে IP Whois বাটনে ক্লিক করুন।

তাহলে জানতে পারবেন ওয়ি আইপি ঠিকানাটি কোন সার্ভিস প্রোভাইডারের , তাদের ঠিকানা , মেইল ঠিকানা , ফোন নম্বর ইত্যাদি।

এমনকি একটি মানচিত্রের সাহায্যেও দেখানো হবে কোন জায়গা থেকে ওই আইপি ঠিকানার সার্ভিস দেওয়া হচ্ছে।

তো আশাকরি আপনার এতক্ষনে বুঝে গেছেন যে কিভাবে আপনার E-mail এর Password কেউ জেনে গেলে , তাকে খুজে বের করবেন ।
প্রথমে প্রকাশিত এখানে

ইচ্ছে হলে আমার ব্লগ থেকে ঘুরে আসতে পারেন।

No comments :

Post a Comment