Computer Tech BD

প্রযুক্তির সুরে সবাই একসাথে এগিয়ে চলো

আপনার Android এর জন্য নিয়ে নিন ভিবিন্ন Animals sound এর Software,আর সবাইকে মজা দিন।

No comments
আসসালামু আলাইকুম।

আশাকরি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

Computer Tech BD এর এ পর্বে আপনাদের জন্য রয়েছে ,(আপনার Android এর জন্য নিয়ে নিন ভিবিন্ন Animals sound এর Software,আর সবাইকে মজা দিন।)
Animals Sound.apk

আমাদের বেশিরভাগ লোকের কাছে Android মোবাইল আছে।

আর আমরা এই মোবাইল দিয়ে কিনা করতে পারি ।

কম্পিউটারের বেশিরভাগ কাজই আমরা Android মোবাইল দিয়ে করি। Android Operating System

আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে। আমাদের জীবনকে করেছে আনন্দময়।

Android Operating System এ অনেক মজার মজার Software রয়েছে।

তার মধ্যে একটি Software হলো Animals Sound ।

নিচের Download Link থেকে Software টি Download করে নিন।

(আপনার Android এর জন্য নিয়ে নিন ভিবিন্ন Animals sound এর Software,আর সবাইকে মজা দিন।)

Download Now

আপনি এই Software এ সাহাজ্যে ভিবিন্ন পশু পাখির ডাক আপনার মোবাইল থেকে শুনতে পারবেন।

এই Software এর মধ্যে ভিবিন্ন পশু পাখির ছবি দেওয়া আছে।

আপনি ছবির উপর ক্লিক করলে তাদের ডাক আপনাকে শুনাবে।

এই Software দিয়ে ছোট ছোট শিশু বা বাচ্ছাদেরকে আনন্দ দিয়ে পারবেন।

এক কথায় Software টি খুব মজার ।

ব্যবহার করে দেখতে পারেন।

(আপনার Android এর জন্য নিয়ে নিন ভিবিন্ন Animals sound এর Software,আর সবাইকে মজা দিন।)

ইচ্ছে হলে আমার ব্লগ থেকে ঘুরে আসতে পারেন।



No comments :

Post a Comment

Android মোবাইলের Icon এর ছবি আপনার ইচ্ছে মতো পালটিয়ে ফেলুন।

No comments
আসসালামু আলাইকুম।

আশাকরি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

এর এ পর্বে আপনাদের জন্য রয়েছে ,Android মোবাইলের Icon এর ছবি আপনার ইচ্ছে মতো পালটিয়ে ফেলুন

খুব মজার কথা তাইনা।

তো চলুন তাহলে শুরু করা যাক।

আমরা সবাই জানি যে, Android এর মধ্যে কোনো Software ইনস্টল করলে , Software এর ডিফল্ট পটো

আইকন এর মধ্যে বসে যায়। যা আমরা আইকন এর মধ্যে দেখতে পাই।

কিন্তু আমরা যদি ইচ্ছে করি তাহলে একটি Software এর মাধ্যমে আমাদের ইচ্ছে অনুযায়ি আইকন এর

উপর ছবি বা ফটো বসাতে পারবো।

এর জন্য প্রথমে নিচের Download লিংক থেকে Software টি ডাউনলোড করে নিন।

Download Link.

(Android মোবাইলের Icon এর ছবি আপনার ইচ্ছে মতো পালটিয়ে ফেলুন)

আশাকরি এতক্ষণে Software টি ডাউনলোড করে ইনস্টল করে ফেলেছেন।

এবার নিচে দেওয়া স্ক্রিনসট গুলোকে ভালোভাবে ফলো করুন।

প্রথমে Software টি ওপেন করুন। ওপেন করলে এই রকম আসবে।
android icon changer Free download

এবার আপনি Android এর লোগো দুইটার উপর ক্লিক করুন। তাহলে নিচের মতো আসবে।
android icon changer Free download
এবার যে Software এর আইকন পরিবর্তন করতে চান তার উপর ক্লিক করুন। তাহলে নিচের মতো আসবে।
android icon changer Free download

Android Assistant লিখার উপর যে ছবি বা আইকন দেখা যাচ্ছে তাতে ক্লিক করুন। তাহলে নিচের মতো দেখবেন।
android icon changer Free download
আপনার ছবি বা আইকন এর লোকেশন দেখানোর জন্য Gallery লিখার উপর ক্লিক করুন। তাহলে নিচের মতো দেখতে পাবেন।
android icon changer Free download
এখান থেকে আপনার Gallery সিলেক্ট করুন। তাহলে নিচের মতো দেখতে পাবেন।
android icon changer Free download
 আপনি যে ছবি আইকন হিসাবে দেখতে চান , তা সিলেক্ট করুন। তাহলে নিচের মতো দেখতে পাবেন।
android icon changer Free download
আপনি আপনার আইকন এর জন্য কতটুকু ছবি নিবেন , তা সিলেক্ট করে ওকে করুন। তাহলে নিচের মত দেখতে পাবেন।
android icon changer Free download
এবার আপনি আর কোনো কিছু না করে ওকে বাটনে ক্লিক করুন। তাহলে সরাসরি ওই আইকনটি আপনার হোম স্ক্রিনে চলে আসবে।
android icon changer Free download
আশাকরি আপনারা বুঝেছেন।
(Android মোবাইলের Icon এর ছবি আপনার ইচ্ছে মতো পালটিয়ে ফেলুন)
ইচ্ছে হলে আমার ব্লগ থেকে ঘুরে আসতে পারেন।


No comments :

Post a Comment

আপনার Computer কে Control করুন Android মোবাইল দিয়ে।

No comments
আসসালামু আলাইকুম।

আশাকরি সবাই ভালো আছেন । আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

Computer Tech BD এর এ পর্বে আপনাদের জন্য রয়েছে , আপনার Computer কে Control করুন Android মোবাইল দিয়ে

আমরা এতদিন পর্যন্ত  Computer কে মাউস বা কী-বোর্ড দিয়ে Control করতাম/করি।

কিন্তু আপনারা যদি ইচ্ছে করেন তাহলে একটি এর সাহাজ্য আপনার Computer কে Android মোবাইল

দিয়ে Control করতে পারবেন।

এই কাজটি করা খুব সহজ।

এর জন্য আপনার কাছে একটি Android মোবাইল থাকা আবশ্যক।

তো চলুন শুরু করা যাক।

প্রথমে নিছের দেওয়া Download Link থেকে Software টি Download করুন।

Download Now

(আপনার Computer কে Control করুন Android মোবাইল দিয়ে। )

Download করার পর Software টি আন-জিপ করুন ।

আন-জিপ করার পর আপনি ২ টা ফাইল বা Software পাবেন।

তার মধ্য থেকে একটি হলো আপনার Android মোবাইলের জন্য।

আরেকটি হলো আপনার Computer এর জন্য।

আপনার Android মোবাইলের জন্য যেই Software তা আপনার Android মোবাইলে Install করুন।

এর পর আপনার Computer এর জন্য যেই Software তা আপনার Computer এ Install করুন।

তবে আরেকটি কথা আপনার  Computer কিন্তু Bluetooth অবশ্যই থাকতে হবে।

Bluetooth ছাড়া এই Software আপনার Computer এ কোনো কাজে আসবেনা।

এর পর সর্বপ্রথম আপনার Computer এ Software টি ওপেন করুন।

ওপেন করলে নিচের মতো দেখাবে।
তারপরে এটা যেভাবে আছে সেভাবে থাক ।

আপনি আপনার মোবাইলে Software টি ওপেন করুন।

ওপেন করলে নিচের মতো দেখাবে।
মোবাইলে Software টি ওপেন হওয়ার সময় allow চাইলে allow দিবেন।

এর পর আপনার মোবাইলে দেখবেন WMouseXP Mobile ID: এর নিচে BE:58:46:65:72:2B এই রকম একটি কোড দেখতে পাবেন ।

তা আপনার Computer এ ওপেন হওয়া Software এর মধ্যে একটি খালি বক্স দেখতে পাবেন , তাতে লিখুন ।

এবং তারপরে Connect বাটনে ক্লিক করুন।

এর পরে আপনার মোবাইলে মাউস দেখতে পাবেন।

এখন আপনি আপনার মোবাইল দিয়ে আপনার Computer Control করতে পারবেন।

(আপনার Computer কে Control করুন Android মোবাইল দিয়ে। )

আশা করি এই টিউন আপনাদের অনেক উপকারে আসবে।

ইচ্ছে হলে আমার ব্লগ থেকে ঘুরে আসতে পারেন। 



No comments :

Post a Comment

এখন থেকে আপনার Computer Shutdown হবে আপনার দেওয়া Time অনুযায়ী (Computer Tech BD)

No comments
আসসালামু আলাইকুম।

আশাকরি সবাই ভালো আছেন । আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

Computer Tech BD এর এ পর্বে আপনাদের জন্য রয়েছে , কিভাবে এখন থেকে আপনার Computer Shutdown হবে আপনার দেওয়া Time অনুযায়ী ।

তো চলুন শুরু করা যাক ।
computer power management

আমদের বেশির ভাগ লোকের কাছে কমপক্ষে একটি করে হলেও Computer আছে।

অনেক সময় দেখা যায় যে আমরা Computer টিপতে টিপতে Computer বন্ধ করা ছাড়া ঘুমিয়ে পড়ি।

এরপর দেখা যায় যে সারারাত Computer চলতে থাকে। এতে Computer অনেক ক্ষতি হয়।

আমরা যদি ইচ্ছা করি তাহলে একটি মাত্র Software দিয়ে এই ক্ষতি হওয়া থেকে বাচতে পারি।

আপনারা প্রথমে নিচের Download লিংক থেকে Software টি Free Download করে নিন।

Download Link

(কিভাবে এখন থেকে আপনার Computer Shutdown হবে আপনার দেওয়া Time অনুযায়ী)

এই Software এর মূল কাজ হলো আপনি যেই সময় নির্ধারিত করে দিবেন , ঠিক সেই সময় Computer বন্ধ হবে।

আপনি যদি ১০ মিনিট নির্ধারিত করে দেন তাহলে ১০ মিনিট পর আপনার Computer বন্ধ হবে।

আশাকরি আপনারা এতক্ষনে Software টি Download করেছেন।

এখন Software টি ওপেন করে Enter your Choics বরাবর ১ দিয়ে Enter বাটনে চাপুন।

তারপর যে পেজ আসবে সেখানে Enter Time বরাবর আপনি আপনার Computer কতক্ষণ Time পর Shutdown হবে

সেই সময় লিখে Enter বাটন চাপুন।

তাহলে দেখবেন যে নিচের লিখাটি আসবে।

এর মানে আপনি কাজটি সফল ভাবে করতে পেরেছেন।
computer shutdown

এখন আপনার Computer আপনার দেওয়া টাইম অনুযায়ী Shutdown হবে।

(কিভাবে এখন থেকে আপনার Computer Shutdown হবে আপনার দেওয়া Time অনুযায়ী)

প্রথমে প্রকাশিত এখানে

ইচ্ছে হলে আমার ব্লগ থেকে ঘুরে আসতে পারেন।

No comments :

Post a Comment

আপনার Computer এর জন্য নিয়ে নিন Share It.

No comments
আসসালামু আলাইকুম।

আশাকরি সবাই ভালো আছেন।

Computer Tech BD এর এ পর্বে রয়েছে আপনার Computer এর জন্য নিয়ে নিন Share It.

তো চলুন শুরু করা যাক ।
share it for computer / pc

আমরা আগে মোবাইল থেকে মোবাইল এ যে কোনো ফাইল ব্লুটুথ এর মাধ্যমে ট্রানাসফার করতাম।

কিন্তু এতে অনেক সময় ব্যয় হয়।

আর এই সময় কে বাচানোর জন্য Android Developerরা Share It নামে একটি Software Create করে Play Store এ আপলোড করে।

এতে করে এই Software ব্যবহার করার কারনে আমাদের সময় কম খরচ হয়।

আর এখন সবার হাতে হাতে Android মোবাইল আছে।

এ জন্য Share It সবসময় প্রয়োজনে লাগে।

আর এই Share It যদি আমরা Computer এ ব্যবহার করি তাহলে কেমন হবে ।

(আপনার Computer এর জন্য নিয়ে নিন Share It.)

হ্যা এখন Computer এ Share It ব্যবহার করা যায়।

প্রথমে নিচে  Download লিংক থেকে Software টি Download করে নিন।

Download Now

Software টি Download করার পর ইনস্টল করুন।

তারপর ওপেন করুন।

দেখেন পুরো মোবাইল এর Share It এর মত।

আর হ্যা একটা কথা , আপনার Computer এ কিন্তু WiFi থাকতে হবে।

নাহলে কিন্তু কাজ করবেনা।

(আপনার Computer এর জন্য নিয়ে নিন Share It.)

 আশাকরি এই টিউন আপনাদের অনেক উপকারে আসবে।

প্রথমে প্রকাশিত এখানে

ইচ্ছে হলে আমার ব্লগ থেকে ঘুরে আসতে পারেন।

No comments :

Post a Comment

কিভাবে আপনার E-mail এর Password কেউ জেনে গেলে , তাকে খুজে বের করবেন ।

No comments
আসসালামু আলাইকুম ।

আশাকরি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

Computer Tech BD এর এ পর্বে আপনাদের জন্য রয়েছে , কিভাবে আপনার E-mail এর Password কেউ জেনে গেলে , তাকে খুজে বের করবেন ।
Password Hack

তো চলুন শুরু করা যাক।


আপনার mail এর  Password কেউ হয়তো জেনে গেছে। এবং সে মাঝেমধ্যে আপনার mail ঠিকানায় প্রবেশ করে। অথবা আপনার mail টিকানাটি হ্যাকিং হয়ে গিয়েছিল , কোনোভাবে

হয়তো পুন্রায় উদ্ধার করতে পেরেছেন। এখন কিভাবে জানবেন কে আপনার mail ঠিকানায় প্রবেশ করেছিল অর্থাৎ কোন আইপি ঠিকানা থেকে আপনার mail ঠিকানায় প্রবেশ কর হয়েছিল ?

Gmail এর ক্ষেত্রেঃ  প্রথমে Gmail ঠিকানায় লগইন করে সবার নিচে Last account activity এর ডান পাশে Details-এ ক্লিক করুন।

নতুন একটি পেইজ আসবে।


সেখানে আপনার কম্পিউটারের বর্তমান আইপি ঠিকানা এবং গত ১০ বার কখন , কত তারিখ , কোন আইপি ঠিকানা (দেশের নামসহ) থেকে আপনার Gmail এ প্রবেশ করা হয়েছে , সবগুলোর তাল্লিকা আসবে ।

আপনি যদি সব সময় একই কম্পিউটার থেকে লগইন করে থাকেন এবং একই কোম্পানির ইন্টারনেট ব্যাবহার করে থাকেন , তাহলে আইপি ঠিকানার চারটি অংশের মধ্যে প্রথম দুটি অংশের ঠিকানা একই থাকবে।




(কিভাবে আপনার E-mail এর Password কেউ জেনে গেলে , তাকে খুজে বের করবেন ।)

তখন যদি দেখেন ভিন্ন কোনো আইপি থেকে বা ভিন্ন কোনো সময়ে আপনার mail এ প্রবেশ করা হয়েছিল এবং ওই আইপি ঠিকানা সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান তাহলে আইপি ঠিকানাটি কপি করে

Click Here To Go Link

উপরের লিংকে গিয়ে টেক্সটবক্সে পেস্ট করে IP Whois বাটনে ক্লিক করুন।

তাহলে জানতে পারবেন ওয়ি আইপি ঠিকানাটি কোন সার্ভিস প্রোভাইডারের , তাদের ঠিকানা , মেইল ঠিকানা , ফোন নম্বর ইত্যাদি।

এমনকি একটি মানচিত্রের সাহায্যেও দেখানো হবে কোন জায়গা থেকে ওই আইপি ঠিকানার সার্ভিস দেওয়া হচ্ছে।

তো আশাকরি আপনার এতক্ষনে বুঝে গেছেন যে কিভাবে আপনার E-mail এর Password কেউ জেনে গেলে , তাকে খুজে বের করবেন ।
প্রথমে প্রকাশিত এখানে

ইচ্ছে হলে আমার ব্লগ থেকে ঘুরে আসতে পারেন।

No comments :

Post a Comment

আপনার Computer ডেস্কটপ এর জন্য নিয়ে নিন দারুন একটী লকার.(Computer Tech BD)

No comments
আসসালামু আলাইকুম ।

আশাকরি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

Computer Tech BD এর এ পর্বে আপনাদের জন্য , কিভাবে একটি Software দিয়ে আপনার কম্পিউটার এর Desktop কে লক করবেন।
desktop lock

তো চলুন শুরু করা যাক।

এর জন্য প্রথমে আপনি নিচের দেওয়া ডাউনলোড লিংক থেকে Software টি Download করুন।

Download Link

আশাকরি এতক্ষনে Software টি Download করেছেন।

এবার Software টি ইনস্টল করুন।

তারপর Software টি ওপেন করুন। 

ওপেন হওয়ার পর Lock Now তে ক্লিক করুন , দেখবেন আপনার Desktop লক হয়ে গেছে।

আবার কি-বোর্ড থেকে H বাটন চাপুন , দেখবেন আপনার Desktop আনলক হয়ে গেছে।

খুব সোজা তাইনা।

আপনি ইচ্ছে করলে Software টির সেটিং এ গিয়ে Software এর পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন।

আবার Desktop লক হওয়ার পর Desktop এ যে লেখা ভাসে তাও চেঞ্জ করতে পারবেন।

Software টি খুব মজার।

তাই দেরি না করে তারাতারি ডাউনলোড করে নিন।

প্রথমে প্রকাশিত এখানে

ইচ্ছে হলে আমার ব্লগ থেকে ঘুরে আসতে পারেন।


No comments :

Post a Comment

যে কোনো Pdf ফাইলে জলছাপ/Watermark দিন।(Computer Tech BD)

No comments
আসসালামু আলাইকুম

আশাকরি সবাই ভালো আছেন । আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

Computer Tech BD এর এ পর্বে আপনাদের জন্য রয়েছে কিভাবে PDF ফাইলে জলছাপ/Watermark দিবেন।
pdf watermark

অনেক সময় PDF ফাইলে কপিরাইটের জন্য বা অন্য কোনো প্রয়োজনে জলছাপ দিতে হয়।

আপনি ইচ্ছা করলে একটি মাত্র Software দিয়ে এই কাজটি করতে পারেন।

প্রথমে আপনি নিচের ডাউনলোড লিংক থেকে Software টি ডাউনলোড করুন।

Download Now

এরপর Software টি Open করুন।

এবার Text To stamp as Watermark অপশনে গিয়ে জলছাপ হিসাবে যা দেখতে চান তা লিখুন।

জলছাপের রঙ, ধরন,বর্ণ ইত্যাদি আপনি নিজেই ঠিক করে নিতে পারবেন ইচ্ছে করলে ।

সবশেষে Stamp Watermark & Save PDF-এ গিয়ে PDF ফাইলটি সেভ করুন।

এখন PDF ফাইলটি খুললেই জলছাপ দেখা যাবে।

আশাকরি এই টিউন আপনাদের অনেক উপকারে আসবে।

প্রথমে প্রকাশিত এখানে

ইচ্ছে হলে আমার ব্লগ থেকে ঘুরে আসতে পারেন।

No comments :

Post a Comment

একটি Software দিয়ে আপনার Photo কে খুব সুন্দর ইফেক্ট দিন।

No comments
আসসালামু আলাইকুম ।

আশাকরি সবাই ভালো আছেন।

Computer Tech BD এর এ পর্বে আপনাদের জন্য রয়েছে কিভাবে আপনাদের Photo কে খুব সুন্দর ইফেক্ট দিবেন।

pc image editor

আমরা সবাই আমাদের কে সুন্দর করার জন্য অনেক কাজ করি ।

কেউ কেউ Photoshop ব্যবহার করে ,আবার কেউ কেউ Online এ Photo কে এডিট করে ।

আপনারা ইচ্ছে করলে একটি Software ব্যবহার করে Photo এডিট এর এ কাজ গুলো খুব সহজে করে নিতে পারেন।

আমি নিজেও এই Software ব্যবহার করেছি।

আমার কাছে খুব ভালো লেগেছে ।

আর এ জন্য আপনাদের সাথে এই এই Software শেয়ার করলাম।

আমি এই Software নিয়ে বিস্তারিত লিখার প্রয়োজন মনে করিনি।

কারণ Software টি ব্যবহার করলে আপনি নিজেও বুঝতে পারবেন।

তো আর দেরি কেনো , তারাতারি ডাউনলোড করে নিন।

Downlod Now

প্রথমে প্রকাশিত এখানে

ইচ্ছে হলে আমার ব্লগ থেকে ঘুরে আসতে পারেন।

No comments :

Post a Comment

আজ থেকে আপনার COMPUTER এর যে কোনো ফাইল Copy-Past করুন আরও দ্রুত।

3 comments
আসসালামু আলাইকুম।
আশাকরি সবাই ভালো আছেন।

Computer Tech BD এর এ পর্বে আপনাদের জন্য রয়েছে ,   কিভাবে আপনার COMPUTER এর যে কোনো ফাইল খুব দ্রুত Copy Past করবেন।
http://ittipsyoutube.blogspot.com/
আমাদের বেশির ভাগ লোকের কাছে Computer আছে।

আর Computer যখন আছে তখন Computer থেকে Memory Card অথবা Pendrive এ যে কোনো ধরনের ফাইল Copy-Past করার প্রয়োজন পড়ে।

কোনো Software ছাড়া আপনি যদি কোনো ফাইল কপি করে অথবা দুইটি ফাইল কপি করে দুই জায়গায় একসাথে পেস্ট করেন, তাহলে দেখবেন যে ফাইল Transfer হচ্ছে খুব Slow ভাবে।

কিন্তু আপনি যদি এই সফটওয়্যারটি ব্যবহার করেন তাহলে আপনি একসাথে দুই যায়গায় পেস্ট করলে দেখবেন যে প্রথমে একটি ফাইল Tranasfer হচ্ছে আরেকটি ওয়েটিং এ আছে।
ডাউনলোড লিনক নিছে দিলাম।

Download Now

এক কথায় বলতে গেলে SOFTWARE টি অনেক মজার।
আরো অনেক সুবিধা আছে।

আপনি ব্যবহার করলে বুঝতে পারবেন।

আশাকরি এই Software আপনাদের অনেক উপকারে আসবে।

প্রথমে প্রকাশিত এখানে

ইচ্ছে হলে আমার ব্লগ থেকে ঘুরে আসতে পারেন।




3 comments :

Post a Comment

Write Protected DvD থেকে File copy করুন খুব সহজে।যারা জানেনা তাদের জন্য।

No comments
আসসালামু আলাইকুম ।

আশাকরি সবাই ভালো আছেন।

Computer Tech BD এর এ পর্বে আপনাদের জন্য রয়েছে কিভাবে Write Protected DvD থেকে File copy করবেন খুব সহজে।
copyright protected

নানা প্রয়োজনে অনেক সময় আমারা ডিভিডি থেকে ফাইল কপি করে থাকি।

অনেক সময় কিছু কিছু ডিভিডি ডিস্ক থেকে ফাইল কপি করা সম্ভব হয় না।

ফাইল কপি করতে গেলে This DvD is copyright protected লেখা বার্তা আসে।

এর কারণ ওই ডিভিডিটি Content Scramble System (CSS) সিস্টেমে তৈ্রি করা হয়েছে ।

ফলে এনক্রিপটেড ডিভিডির ফাইল কপি করতে হলে তা ডিক্রিপ্ট করতে হবে।

ডিভিডি ডিক্রিপ্ট করার জন্য নিচের লিংকে দেওয়া Software টি ব্যবহার করতে পারেন।

Click Here To Download

বিনা মুল্যে ব্যবহারযোগ্য এই Software টি উপর থেকে Download করে ইনস্টল করুন।

এখন পিসি একবার Restart দিন।

খেয়াল করুন টাস্কবারে ডানে সবার নিছে একটি হলুদ আইকন এসেছে।

এরপর আপনি যদি কোনো copyright protected ডিভিডি পিসিতে প্রবেশ করান, তাহলে টাস্কবারে

থাকা হলুদ আইকনটি সবুজ হয়ে যাবে।

এতে আপনি সহজেই ওই ডিভিডি থেকে সহজেই ফাইল কপি করতে পারবেন।

 এই টিউন আশাকরি আপনাদের অনেক উপকারে আসবে।

প্রথমে প্রকাশিত Computer Tech BD  তে।

ইচ্ছে হলে আমার ব্লগ থেকে ঘুরে আসতে পারবেন।

  

No comments :

Post a Comment

COMPUTER এর মধ্যে ডিলিট না হওয়া যে কোনো ফাইল ডিলিট করুন সহজে।

No comments
আসসালামু আলাইকুম।

আশাকরি সবাই ভালো আছেন।

Computer Tech BD এর এই টিউনে আপনাদের জন্য রয়েছে , কিভাবে COMPUTER এর মধ্যে ডিলিট না হওয়া যে কোনো ফাইল ডিলিট করবেন সহজে। 
no delete problem solution

COMPUTER এ ভাইরাস বা নানা সমস্যার কারণে অনেক সময় ইচ্ছা থাকা সত্বেও অনেক ফাইল মোছা যায় না।

বিশেষ করে , ভাইরাস আক্রান্ত ফাইল মুছতে সমস্যা হয়।

এ রকম সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য নিচের লিংকে দেওয়া , মাত্র ১৬৩ কিলোবাইটের ছোট্ট Software টি ব্যাবহার করতে পারেন।

Download link

Click here


Software টি Download করে পিসিতে ইনস্টল করুন।

আপনার কাংখিত ফাইল মোছার জন্য Software টি ওপেন করুন এবং নির্ধারিত বক্সে Browse

করে ফাইলটি দেখিয়ে দিন অথবা মাউস দিয়ে ড্রপ করে ফাইলটি নিয়ে আসতে পারেন।

এখন আপনি যদি ফাইলট সরাসরি মুছে ফেলতে চান,

তাহলে অপশনে টিক চিহ্ন দেবেন না।

সবশেষে অপশনে ক্লিক করে কাংখিত ফাইল মুছুন অথবা ফাইলে কার্যক্রম বন্ধ করুন।

আশাকরি এই টিউন আপনাদের অনেক উপকারে আসবে।

প্রথমে প্রকাশিত Computer Tech BD তে।

ইচ্ছে হলে আমার সাইট থেকে ঘুরে আসতে পারেন।

No comments :

Post a Comment

COMPUTER এর Mother Board এর DRIVER হারিয়েছেন,কোনো সমস্যা নেই।দেখে নিন।যারা জানেনা তাদের জন্য।(COMPUTER TECH BD)।

No comments

আসসালামু আলাইকুম,
আশাকরি সবাই ভালো আছেন।
COMPUTERTECH BD এর এ টিউনে আপনাদের জন্য রয়েছে , COMPUTER এর মাদারবোর্ডের DRIVER হারিয়েছেন,কোনো সমস্যা নেই।দেখে নিন।যারা জানেনা তাদের জন্য।
সাধারণত COMPUTER কেনার সময় COMPUTER এর সঙ্গে মাদারবোর্ডের একটি DRIVER SOFTWARE সিডিতে ভরে দেওয়া হয়।
COMPUTER এর অপারেটিং সিস্টেম ইনস্টল করার পর মাদারবোর্ডের সিডি ইনস্টল করতে হয় , তাহলে সাউন্ড , গ্রাফিক্স ইত্যাদি আসে।
কিন্তু মাদারবোর্ডের সিডি যদি হারিয়ে যায় , তখন অনেক সমসায় পড়তে হয়।

Computer mother board driver free download

মাঝে মধ্যে একই কোম্পানির অন্য কোনো মাদার বোর্ডের সিডি থেকে আলাদাভাবে সাউন্ড , গ্রাফিক্স ইত্যাদি SOFTWARE(Driver) ইনস্টল করলে তখন সাউন্ড , গ্রাফিক্স ইত্যাদি আসে , তবে তা সব মাদারবোর্ডের ক্ষেত্রে নয়।

মাদারবোর্ডের সিডি হারিয়ে ফেলেছেন বা মাদারবোর্ডের নাম , মডেল নম্বর , সিরিয়াল নম্বর ভুলে গেছেন?

তাহলে প্রথমে Start থেকে Run-এ ক্লিক করুন।

তারপর Run-এ WMIC লিখে Ok তে ক্লিক করুন।

প্রথমবারের মতো এই অপশনটি রান করলে লেখা আসবে এটি ইনস্টল হচ্ছে।

ইনস্টল হওয়ার পর Command Prompt টিতে লেখা আসবে wmic:root\cli> এখন মাদারবোর্ডের তথ্যের জন্য baseboard লিখে কিবোর্ড থেকে এন্টার চাপুন।

তাহলে আপনার COMPUTER এর মাদারবোর্ডের সিডির মডেল নম্বর , সিরিয়াল নম্বর ইত্যাদি জানতে পারবেন।

এখন ওই মাদারবোর্ডের নাম এবং মডেল নম্বর লিখে গুগলে সার্চ দিলেই সেই মাদারবোর্ডের SOFTWARE পেয়ে যাবেন।

সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন।

নিচে কয়েকটি ওয়েবসাইটের ঠিকানা দেওয়া হলো , যেখানে মাদারবোর্ডের SOFTWARE/DRIVER পাওয়া যায়।

এখান থেকে দেখে নিন।

Click Here

এই সাইটগুলোতে ল্যাপটপ , ডেস্কটপ , নোটবুক ইত্যাদি সবকিছুর SOFTWARE পেতে পারেন।

আশাকরি এই টিউন আপনাদের অনেক উপকারে আসবে।

এই টিউন প্রথমে প্রকাশিত (COMPUTER TECH BD)তে।

ইচ্ছে হলে আমার ব্লগ থেকে ঘুরে আসতে পারেন।

No comments :

Post a Comment

কি Pendrive ফরম্যাট হচ্ছেনা?আসুন এই টিউন দেখে নিন।যারা জানেনা তাদের জন্য।(COMPUTER TECH BD)।

No comments

আসসালামু আলাইকুম,

আশাকরি সবাই ভালো আছেন।
                                    
COMPUTERTECH BD এর এ টিউনে আপনাদের জন্য রয়েছে ,কিভবে ফরম্যাট না হওয়া Pendrive বা Memory Card কে ফরম্যাট দিবেন।

কম্পিউটারে ভাইরাস আক্রমন করলে অনেক সময় সেই COMPUTER থেকে Pendrive বা Memory Card ফরম্যাট করা যায়না।
pendrive not formated

তখন Pendrive বা Memory Card ফরম্যাট করতে চাইলে Start থেকে Control Panel-এ গিয়ে Administrative tools-এ দুটি ক্লিক করুন।

অথবা My Computer এর উপর মাউস এর রাইট বাটন ক্লিক করে Manage এ যান।

তারপর Computer Management-এ দুটি ক্লিক।

এখন বাঁ পাশ থেকে Disk Management-এ ক্লিক করলে ডান পাশে Pendrive সহ সবগুলো ড্রাইভের তালিকা আসবে।

এবার Pendrive এর ওপর মাউস রেখে ডান ক্লিক করে ফরম্যাট করলে Pendrive ফরম্যাট হবে।

আশাকরি আপনারা বুঝতে পেরেছেন।

এই টিউন প্রথমে প্রকাশিত (COMPUTER TECH BD)তে।

ইচ্ছে হলে আমার ব্লগ থেকে ঘুরে আসতে পারেন।

No comments :

Post a Comment