প্রযুক্তির সুরে সবাই একসাথে এগিয়ে চলো

যে কোনো Pdf ফাইলে জলছাপ/Watermark দিন।(Computer Tech BD)

No comments
আসসালামু আলাইকুম

আশাকরি সবাই ভালো আছেন । আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

Computer Tech BD এর এ পর্বে আপনাদের জন্য রয়েছে কিভাবে PDF ফাইলে জলছাপ/Watermark দিবেন।
pdf watermark

অনেক সময় PDF ফাইলে কপিরাইটের জন্য বা অন্য কোনো প্রয়োজনে জলছাপ দিতে হয়।

আপনি ইচ্ছা করলে একটি মাত্র Software দিয়ে এই কাজটি করতে পারেন।

প্রথমে আপনি নিচের ডাউনলোড লিংক থেকে Software টি ডাউনলোড করুন।

Download Now

এরপর Software টি Open করুন।

এবার Text To stamp as Watermark অপশনে গিয়ে জলছাপ হিসাবে যা দেখতে চান তা লিখুন।

জলছাপের রঙ, ধরন,বর্ণ ইত্যাদি আপনি নিজেই ঠিক করে নিতে পারবেন ইচ্ছে করলে ।

সবশেষে Stamp Watermark & Save PDF-এ গিয়ে PDF ফাইলটি সেভ করুন।

এখন PDF ফাইলটি খুললেই জলছাপ দেখা যাবে।

আশাকরি এই টিউন আপনাদের অনেক উপকারে আসবে।

প্রথমে প্রকাশিত এখানে

ইচ্ছে হলে আমার ব্লগ থেকে ঘুরে আসতে পারেন।

No comments :

Post a Comment